সোমবার (১৭ জানুয়ারি) রাজধানীর ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির ১৯তম সমাবর্তন অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে এসব কথা বলেন শিক্ষামন্ত্রী।
দীপু মনি বলেন, বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষকদের প্রশিক্ষণের জন্য বর্তমানে কোনো প্রশিক্ষণ কেন্দ্র নাই।
শিক্ষার্থীদের উদ্দেশ্যে মন্ত্রী বলেন, আমরা এমন এক ভবিষ্যৎ প্রজন্ম তৈরি করতে চাই যারা জাতীয় ইতিহাস, ঐতিহ্য, মূল্যবোধ ও সংস্কৃতি ধারণ করে পরিবর্তনের সঙ্গে খাপ খাইয়ে নিজেদের সৃজনশীল, উৎপাদনমুখী, সুখী ও বৈশ্বিক নাগরিক হিসেবে প্রতিষ্ঠা করতে পারবে।
সমাবর্তন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান প্রফেসর ড. কাজী শহীদুল্লাহ। বক্তব্য রাখেন- বিশিষ্ট আইনজীবী ব্যারিস্টার আমিরুল ইসলাম, ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির চিফ অ্যাডভাইজার ও ফাউন্ডার ভিসি প্রফেসর ড. মোহাম্মদ ফরাসউদ্দিন, উপাচার্য অধ্যাপক এম এম শহীদুল হাসান প্রমুখ।
বাংলাদেশ সময়: ২০২৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০২০
এমআইএইচ/এইচজে