ঢাকা: রেকর্ড সাফল্য হয়েছে জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) এবং জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষায়।
জেএসসি পরীক্ষা ফলাফলে এবার পাসের হার ৮২ দশমিক ৬৭ এবং জেডিসিতে পাসের হার ৮৮ দশমিক ৭১ ।
জেডিসি পরীক্ষায় এবার পাসের হার ৮৮ দশমিক ৭১। যা গত বছরের চেয়ে ৭ দশমিক ৬৮ বেশি। গত বছর জেডিসিতে পাসের হার ছিল ৮১ দশমিক ০৩।
এবারের পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে ৩০ হাজার ৮৫২ জন। অথচ গত বছর জিপিএ ৫ পেয়েছিল মাত্র ৮ হাজার ৫৫৬ জন। গত বছরের তুলনায় এ সংখ্যা বেড়েছে ২২ হাজার ২৯৬।
বাংলাদেশ সময়: ১৩৫৫ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০১১