সোমবার (২৪ ফেব্রুয়ারি) বিকেল ৩টায় বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে অনুষ্ঠিত একাডেমিক কাউন্সিলের সভায় এ সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়।
সভাসূত্র বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছে।
বিশ্ববিদ্যালয়ের এক সিনিয়র অধ্যাপক বাংলানিউজকে বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় আগের মতোই স্বতন্ত্রভাবে ভর্তি পরীক্ষা নেবে। কেন্দ্রীয় ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবে না।
এর আগে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ও কেন্দ্রীয় ভর্তি পরীক্ষায় সিদ্ধান্ত থেকে বেরিয়ে আসে।
বাংলাদেশ সময়: ১৬৫৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০২০
এসকেবি/এএ