ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

ঢাকা বিশ্ববিদ্যালয়ও যাচ্ছে না কেন্দ্রীয় ভর্তি পরীক্ষায় 

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০২০
ঢাকা বিশ্ববিদ্যালয়ও যাচ্ছে না কেন্দ্রীয় ভর্তি পরীক্ষায় 

ঢাকা বিশ্ববিদ্যালয়: পাবলিক বিশ্ববিদ্যালয় নিয়ে কেন্দ্রীয় ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করছে না ঢাকা বিশ্ববিদ্যালয়। 

সোমবার (২৪ ফেব্রুয়ারি) বিকেল ৩টায় বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে অনুষ্ঠিত একাডেমিক কাউন্সিলের সভায় এ সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়।

সভাসূত্র বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছে।

বিশ্ববিদ্যালয়ের এক সিনিয়র অধ্যাপক বাংলানিউজকে বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় আগের মতোই স্বতন্ত্রভাবে ভর্তি পরীক্ষা নেবে। কেন্দ্রীয় ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবে না।

এর আগে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ও কেন্দ্রীয় ভর্তি পরীক্ষায় সিদ্ধান্ত থেকে বেরিয়ে আসে।

বাংলাদেশ সময়: ১৬৫৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০২০
এসকেবি/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।