ঢাকা, শুক্রবার, ১৭ কার্তিক ১৪৩১, ০১ নভেম্বর ২০২৪, ২৮ রবিউস সানি ১৪৪৬

শিক্ষা

জেএসসিতে যশোরে পাসের হার ৭৯.৮৭ শতাংশ: জিপিএ-৫ ২৭৫৪

তৌহিদ জামান, জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৪ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০১১

যশোর: যশোর শিক্ষা বোর্ডে জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষায় পাসের হার ৭৯.৮৭ শতাংশ।

বুধবার বিকেলে প্রকাশিত ফলাফল থেকে এ তথ্য জানা যায়।



এ বছর যশোর শিক্ষা বোর্ডের অধীনে ১০ জেলার ২ হাজার ৬শ স্কুল থেকে ১শ ৬৩টি কেন্দ্রে মোট ১ লাখ ৯৩ হাজার ৫শ ৫ জন পরীক্ষায় অংশ নেয়।

পরীক্ষার্থীদের মধ্যে রয়েছে ১ লাখ ২শ ৯ জন মেয়ে এবং ৯৩ হাজার ২শ ৯৬ জন ছেলে। এদের মধ্যে পাস করেছে ১ লাখ ৫৪ হাজার ৫শ ৬০ জন। তাদের মধ্যে মেয়ে ৭৯ হাজার ১শ ৯৯ এবং ছেলে ৭৫ হাজার ৩শ ৬১ জন।

যশোর বোর্ডে জিপিএ-৫ প্রাপ্তের সংখ্যা ২শ ৭শ ৫৪। এর মধ্যে ছেলে ১ হাজার ৪শ ৭১ এবং মেয়ে ১ হাজার ২শ ৮৩ জন।
১শ ৬৫টি জিপিএ-৫ পেয়ে খুলনা জিলা স্কুল প্রথম স্থানে।

শীর্ষ ১০:
পাসের দিক থেকে যশোর বোর্ডে সেরা হয়েছে-

খুলনার মিলিটারি কলেজিয়েট স্কুল। এ স্কুলের পাসের হার ৮৮ দশমিক ১১।

এর পর ২য় অবস্থানে রয়েছে ঝিনাইদহ ক্যাডেট কলেজ। পাসের হার ৮৮ দশমিক ৮।

৩য় অবস্থানে খুলনার সরকারি করোনেশন গার্লস স্কুল। পাসের হার ৭৯  দশমিক ৮২।

৪র্থ অবস্থানে খুলনা জিলা স্কুল। পাসের হার ৭৮ দশমিক ৫৫।

৫ম অবস্থানে যশোর দাউদ পাবলিক স্কুল। পাসের হার ৭৫ দশমিক ৩৯।

৬ষ্ঠ অবস্থানে কুষ্টিয়া জিলা স্কুল। পাসের হার ৭৫ দশমিক ২।

৭ম অবস্থানে যশোর সরকারি বালিকা বিদ্যালয়। পাসের হার ৭২ দশমিক ৮৫।

৮ম অবস্থানে যশোর পুলিশ লাইন স্কুল। পাসের হার ৭২ দশমিক ২৭।

৯ম অবস্থানে কুষ্টিয়া সরকারি উচ্চ বিদ্যালয়। পাসের হার ৭১ দশমিক ৬২ ও

১০ম অবস্থানে সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়। পাসের হার ৬৯ দশমিক ৯৭।

ঝিনাইদহ সরকারি বালিকা বিদ্যালয় ৬৮ দশমিক ৭৮।

ছেলেরা এগিয়ে:

এ দিকে যশোর শিক্ষা বোর্ডের ফলাফল বিশ্লেষণে দেখা যায়, যশোর শিক্ষা বোর্ডে মেধা তালিকায় মেয়েদের তুলনায় ছেলেরা এবার এগিয়ে। কম পরীক্ষার্থী হয়েও ছেলেরা জিপিএ-৫ পেয়েছে ১ হাজার ৪শ ৭১ জন। সেখানে বেশি পরীক্ষার্থী হয়েও মেয়েরা জিপিএ-৫ পেয়েছে ১ হাজার ২শ  ৮৩ জন।
পাসের হারেও ছেলেরা মেয়েদের থেকে এগিয়ে। ছেলেদের পাসের হার ৮০ দশমিক ৭৮ এবং মেয়েদের পাসের হার ৭৯ দশমিক ৩।

বাংলাদেশ সময়: ১৬৪৫ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।