বুধবার (২৬ ফেব্রুয়ারি) ববির শের-ই-বাংলা হলের প্রভোস্ট মু. ইব্রাহিম মোল্লা এ তথ্য জানান।
তিনি জানান, শের-ই-বাংলা হলে মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) রাতে নির্যাতনের ঘটনায় জরুরি সভা ডাকা হয়।
কমিটির অন্য সদস্যরা হলেন- একই হলের আবাসিক শিক্ষক মো. সোহেল রানা ও মো. সাইফুল ইসলাম। এই কমিটিকে আগামী পাঁচ কার্যদিবসের মধ্যে সংশ্লিষ্ট বিষয়ে কর্তৃপক্ষের কাছে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
এদিকে বুধবার বিকেলে সন্ত্রাসী হামলায় দোষিদের দৃস্টান্তমূলক শাস্তির দাবিতে আহত চার শিক্ষার্থীর পক্ষে দুপুরে সহপাঠীরা প্রক্টর বরাবর লিখিত অভিযোগ দায়ের করেন।
এর আগে শের-ই-বাংলা হলে মঙ্গলবার দিনগত রাতে নির্যাতনের শিকার হয়ে শিক্ষার্থী শাহজালাল প্রক্টরের কাছে লিখিত অভিযোগ দেন।
** ববিতে প্রতিপক্ষের হামলায় আহত ৪
** ববির হলে ছাত্রকে আটকে রেখে নির্যাতনের অভিযোগ
বাংলাদেশ সময়: ০৯০১ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০২০
এমএস/এসআরএস