ঢাকা, শুক্রবার, ১৭ কার্তিক ১৪৩১, ০১ নভেম্বর ২০২৪, ২৮ রবিউস সানি ১৪৪৬

শিক্ষা

জেএসসি: রাজশাহী বোর্ডে ২য় পাবনা ক্যাডেট, জেলায় শীর্ষে

শাহীন রহমান, জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৩ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০১১
জেএসসি: রাজশাহী বোর্ডে ২য় পাবনা ক্যাডেট, জেলায় শীর্ষে

পাবনাঃ বুধবার বিকেলে প্রকাশিত জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষার ফলাফলে রাজশাহী শিক্ষা বোর্ডের মধ্যে দ্বিতীয় স্থান অধিকার করেছে পাবনা ক্যাডেট কলেজ।

বোর্ডে ২য় হলেও পাবনা ক্যাডেট কলেজ জেলার মধ্যে শীর্ষ স্থান দখল করেছে।



এবছর এই শিক্ষা প্রতিষ্ঠান থেকে মোট ৫২ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে সবাই উত্তীর্ণ হয়েছে। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৫০ জন। বাকি ২ জন পেয়েছে এ গ্রেড (৪.৮৬)।

এবছর জিপিএ-৫ প্রাপ্ত ৫০ জন ক্যাডেট হলো- সাফি সালাহ্ উদ্দিন, সরকার মোহাইমিনুল ইসলাম, কেএম রিদওয়ান রাশেদ রুবাব, নাফিজ ইসলাম, মাকসুদ আলম অন্তর, নাজমুছ ছাকিব, তৌকির ইসলাম, হান্নান মাহমুদ, হাসনাইন আলভী, আল-সাওম উল তৌহিদ, রিয়াদ মাহমুদ-উৎস, আব্দুল্লাহ আল নোমান, তানজিম উর রহমান, সাবির নেওয়াজ শাওন, আসিফ আনসারী জামান, কাজী নাহিদ হাসান তুষার, মাহফুজ-বিন-আনোয়ার, কৌশিক আহমেদ, রাফসান কবির, আব্দুল্লাহ্ আল আলিফ, ঋজু চন্দদেশ, সাইফুল্লাহ নাঈম, আক্তারুজ্জামান অন্তর, মোহায়মেনুর রহমান আরিফ, উবায়দুল্লাহ আল মামুন, তাজবির মোরসালীন, রাহিদুর রহমান, আবীর কুমার সাহা আকাশ, শাহারিয়ার কবির সোহান, সাঈদুর রহমান, এসএম জাওয়াদ হোসেন, শাহরিয়ার বিন সেলিম, আব্দুর রাইয়ান, ফুয়াদ আমিন, সাঈদ মাহমুদ সাদান, ইমরুল কায়েছ, সাইয়েদ বিন আবদুল্লাহ, কাজী ইমরান আহমেদ প্রতীক, সাব্বির আহমেদ, শাহিন আলম, হাছনাঈম ইবনে রহমান, একেএম আশিক পারভেজ, আররাহমানুল ইসলাম, এএসএম শাহরিয়ার, সাইফ পাশা, তোফায়েল হোসেন চৌধুরী, সুব্রত পাল, আব্দুল কাদের, আকিবুর রহমান খান, আরাফাত হুসাইন ঈশান।

এ গ্রেড প্রাপ্ত দু’জন হলো আরমান জাহান ও এমএম ফাহিম ফয়সাল। তাদের দু’জনেরই প্রাপ্ত গ্রেড পয়েন্ট ৪.৮৬।

পাবনা ক্যাডেট কলেজ’র ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. জাকির হোসেন বাংলানিউজকে বলেন, পড়াশোনার প্রতি শিক্ষার্থীদের মনোযোগ-একাগ্রতার পাশাপাশি অভিজ্ঞ শিক্ষকমন্ডলীর আন্তরিকতা, নিষ্ঠারকারণেই এমন ফলাফল সম্ভব হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৭৪৮ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।