ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

ভিপি নুরুকে মেরে ফেলার হুমকি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৯ ঘণ্টা, মার্চ ১, ২০২০
ভিপি নুরুকে মেরে ফেলার হুমকি নুরুল হক নুর

ঢাকা: ডাকসুর মেয়াদ শেষ হওয়ার পর ক্যাম্পাসে থাকলে ভিপি নুরুল হক নুরকে মেরে ফেলার হুমকি দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রলীগ কর্মী।

এ ঘটনায় নিরাপত্তাহীনতার কথা জানিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের কাছে লিখিত অভিযোগ করেছেন ভিপি নুর।

আদনান আহমেদ ওরফে নাবিল নামের ওই ছাত্রলীগ কর্মী পরে প্রক্টরের কার্যালয়ে গিয়ে ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেন।

আদনান ঢাবির রাষ্ট্রবিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র এবং সলিমুল্লাহ মুসলিম হল শাখা ছাত্রলীগের কর্মী।

ভিপি নুর লিখিত অভিযোগপত্রে উল্লেখ করেন, ডাকসু ক্যাফেটেরিয়া ও কলাভবনের সামনে দিয়ে হেঁটে যাওয়ার সময় আদনান তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং আগামী ১১ মার্চের পর (ডাকসু নির্বাচনের বর্ষপূর্তি) ক্যাম্পাসে থাকলে মেরে ফেলার হুমকি দেন। এছাড়া তাকে ধাক্কা দিয়ে তার সঙ্গে থাকা শিক্ষার্থী শাকিল মিয়াকে মারধর করেন। গত বছরের ২২ ডিসেম্বর ডাকসু ভবনে এই আদনান তাদের ওপর হামলা চালিয়েছিল। এ অবস্থা তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন। তিনি ঘটনায় জড়িতদের খুঁজে বের করে যথাযথ ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানান।

প্রক্টর বলছেন, আদনান অনুতপ্ত। সে হয়তো মানসিকভাবে সমস্যায় আছে। তার সাইকোলজিক্যাল সাপোর্ট দরকার হলে পরিবারের সঙ্গে কথা বলে তা দেওয়া হবে।

বাংলাদেশ সময়: ২১৫৮ ঘণ্টা, মার্চ ০১, ২০২০
আরআইএস/এজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।