এ উপলক্ষে রোববার (১ মার্চ) আকিজ ফাউন্ডেশন স্কুল এন্ড কলেজের উত্তরা ক্যাম্পাসের প্রধান শাখায় দিনব্যাপী নানা আয়োজন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী অ্যাডভোকেট সাহারা খাতুন, যশোর-০১ আসনের সংসদ সদস্য শেখ আফিল উদ্দিন।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন- আকিজ ফাউন্ডেশন স্কুল এন্ড কলেজের অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অণুজীব বিজ্ঞান বিভাগের প্রফেসর ড. জামালুন্নেসা।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে দিনব্যাপী আয়োজিত মেলায় গ্রাম বাংলার ঐতিহ্যবাহী তাঁত শিল্প, স্থাপত্য শিল্প, কুমোর বাড়ি, ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিল্পকর্ম, বিভিন্ন প্রজাতির পাখি, হাতি-ঘোড়াসহ নানা প্রজাতির প্রাণী ও বিভিন্ন রকমের পিঠা প্রদর্শিত হয়।
অনুষ্ঠানে শিক্ষার্থীরা জাতির পিটার স্মরণে গান, কবিতা আবৃত্তি, অভিনয় মঞ্চায়ন করে। শিক্ষার্থী ও অভিভাবকরা প্রাণ ভরে বিভিন আয়োজন উপভোগ করেন।
২০১০ সালে প্রতিষ্ঠিত হয় আকিজ ফাউন্ডেশন স্কুল এন্ড কলেজ। বর্তমানে এর পাঁচটি ক্যাম্পাসে বাংলা ও ইংরেজি মাধ্যমে পড়ানো হচ্ছে।
বাংলাদেশ সময়: ২২০১ ঘণ্টা, মার্চ ০১, ২০২০
ইউজি/এইচজে