চট্টগ্রাম: জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষায় চট্টগ্রাম বোর্ডে ঝরে পড়েছে ৩৩ হাজার ৯৮৫ জন শিক্ষার্থী।
বোর্ডে এবার অষ্টম শ্রেণী থেকে জেএসসি পরীক্ষায় অংশগ্রহণের জন্যে ১ লাখ ২৮ হাজার ৫৮ জন শিক্ষার্থী নিবন্ধন করে।
অর্থাৎ এবার চট্টগ্রাম বোর্ডে ঝরে পড়েছে ৩৩ হাজার ৯৮৫ জন।
এবছর ছেলেদের পাসের হার ৭৬.৩২ ভাগ। যা গতবার ছিল ৭৪.৯৫ ভাগ। গতবারের চেয়ে এ হার বেড়ে ১.৩৭ শতাংশ। আর মেয়েরা সংখ্যায় বেশি হলেও তাদের পাসের হার এবার ৬৯.৭৫ ভাগ। গত বছর ছিল ৬৬.৩৫ শতাংশ। এই হিসেবে গতবছরের তুলনায় এবার এ হার ৩.৪ ভাগ বেড়েছে।
জেএসসি’তে এবার ৫৪ হাজার ৮০৪ জন ছাত্র আর ৬৯ হাজার ৪৫৬ জন ছাত্রী পরীক্ষায় অংশ নেয়। এ বিভাগে মাত্র ৭২ দশমিক ৬৫ ভাগ শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে।
উল্লেখ্য, এ বছর চট্টগ্রাম বোর্ডের পাশের হার ৭২.৬৫ শতাংশ।
বাংলাদেশ সময়: ১৯৪৫ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০১১