মঙ্গলবার (৩ মার্চ) বেলা সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন-২ এর সম্মেলন কক্ষে এ পদ্ধতির উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ।
এসময় উপাচার্য বলেন, বর্তমান সরকার ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ করছেন।
তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের জন্য খুব শিগগিরই ডিজিটাল অ্যাটেন্ডেন্স প্রক্রিয়া চালু করা হবে। এ নিয়ে আমাদের কাজ প্রক্রিয়াধীন। আশা করি খুব দ্রুত শিক্ষক ও শিক্ষার্থীরাও এ প্রক্রিয়ার আওতায় চলে আসবে।
অনুষ্ঠানে রেজিস্ট্রার মোহাম্মদ ইশফাকুল হোসেনের সঞ্চালনায় কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে আইডিকার্ড বিতরণ করা হয়।
এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আনোয়ারুল ইসলাম, সিন্ডিকেট সদস্য অধ্যাপক ড. মোহাম্মদ মস্তাবুর রহমান, কম্পিউটার ও তথ্য কেন্দ্রের পরিচালক অধ্যাপক ড. রেজা সেলিম, বিভিন্ন বিভাগের শিক্ষক, দপ্তর প্রধান, কর্মকর্তা ও কর্মচারীদের বিভিন্ন সংগঠনের নেতারা।
বাংলাদেশ সময়: ১৬১৭ ঘণ্টা, মার্চ ০৩, ২০২০
এফএম