ঢাকা: বুধবার প্রকাশিত জুনিয়র স্কুল সার্টিফিকেট(জেএসসি) পরীক্ষার ফলাফল বিশ্লেষনে দেখা যায়, ঢাকা বোর্ডে রাজধানীর বাইরের শিক্ষা প্রতিষ্ঠানগুলো বেশ ভাল করেছে। ২০টি সেরা শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে ৯টি প্রতিষ্ঠানই হচ্ছে রাজধানীর বাইরের।
এর মধ্যে ময়মনসিংহ জেলার কয়েকটি প্রতিষ্ঠানের সাফল্যও বেশ চোখে পড়ার মত।
এর মধ্যে টাঙ্গাইলের মির্জাপুর ক্যাডেট কলেজ ৫৩ জন পরীক্ষার্থীর মধ্যে জিপিএ ৫ পেয়েছে ৪৬ জন। এ প্রতিষ্ঠান ঢাকা বোর্ডে এ ৩য় স্থানে রয়েছে।
ময়মনসিংহ গালর্স ক্যাডেট আছে ঢাকা বোর্ডে ৬ষ্ঠ স্থানে। এ প্রতিষ্ঠানের ৫৪ জন পরীক্ষাথীর মধ্যে জিপিএ ৫ পেয়েছেন ৪০ জন।
ময়মনসিংহের বিদ্যাময়ী গালর্স হাইস্কুল আছে ৭ম স্থানে। এ প্রতিষ্ঠানের ২৯৭ শিক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছে ২৯৫ জন। জিপিএ ৫ পেয়েছেন ১৮১ জন।
ঢাকা বোর্ডে ১০ম স্থানে রয়েছে ময়মনসিংহ জেলা স্কুল। এ প্রতিষ্ঠানের ২৭০ জন শিক্ষার্থী সকলেই পরীক্ষায় কৃতকার্য হয়েছে। জিপিএ ৫ পেয়েছেন ১৪১ জন।
নরসিংদী’র এন কে এম হাইস্কুল অ্যান্ড হোম রয়েছে ঢাকা বোর্ডে ১৬তম স্থানে। এ স্কুলের ১৯ জনের সকলেই উত্তীর্ণ হয়েছে এবং জিপিএ ৫ পেয়েছে ৩০ জন।
টাঙ্গাইল সদরের বিন্দু বাসিনী সরকারি বালক উচ্চ বিদ্যালয় রয়েছে ১৮তম স্থানে। এ স্কুল থেকে ৩৬৬ জন পরীক্ষার্থী অংশ নিয়ে সজকলেই কৃতকার্য হয়েছে। জিপিএ ৫ পেয়েছেন ১৩৮ জন।
গাজীপুরের টঙ্গীতে অবস্থিত সফিউদ্দিন সরকার একাডেমি রয়েছে সেরা বিশে সকলের শেষে। এই শিক্ষা প্রতিষ্ঠান থেকে ৫৫৬ জন পরীক্ষার্থীর সকলেই উত্তীর্ণ হয়েছে। এর মধ্যে জিপিএ ৫ পেয়েছেন ১৬২ জন।
বাংলাদেশ সময় ২১১২ ঘণ্টা, ২৮ ডিসেম্বর ২০১১