ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

ক্যান্টিনবয়দের জন্য জহরুল হক হল সংসদের ‘আলোর পাঠশালা’

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১১৯ ঘণ্টা, মার্চ ৯, ২০২০
ক্যান্টিনবয়দের জন্য জহরুল হক হল সংসদের ‘আলোর পাঠশালা’

ঢাকা বিশ্ববিদ্যালয়: মুজিববর্ষকে সামনে রেখে হলের ক্যান্টিন ও মেস বয়দের শিক্ষার জন্য আলোর পাঠশালা চালুর উদ্যোগ নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদ সার্জেন্ট জহরুল হক হল সংসদ।

রোববার (০৮ মার্চ) হল সংসদের সমাজসেবা সম্পাদক ফাহাদ বিন আব্দুল হাকিম বাংলানিউজকে এ তথ্য জানান।

তিনি বলেন,  ১১ মার্চ থেকে এর কার্যক্রম শুরু হবে।

ক্লাস অনুষ্ঠিত হবে সপ্তাহের প্রতি বুধবার ও বৃহস্পতিবার বিকেল সাড়ে তিনটা থেকে। আমরা  পাঠশালায় ক্লাস নিতে আগ্রহী হলের শিক্ষার্থীদের কাছ থেকে নাম আহ্বান করেছি। সব প্রশিক্ষকদের সনদপত্র দেওয়া হবে।

বাংলাদেশ সময়: ০১১৯ ঘণ্টা, মার্চ ০৯, ২০২০
এসকেবি/এইচএডি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।