ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ‘রিসার্স অ্যাওয়ার্ড গিভিং সিরিমনি-২০২০’ শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
অধ্যাপক ড. সাজ্জাদ বলেন, বঙ্গবন্ধু হচ্ছেন কিং অব দ্য কিংস, লিডার অব দ্য লিডারস।
‘তিনি ছিলেন বিশ্বের অধিকারবঞ্চিত মানুষের নেতা, একজন বিশ্বনেতা। তিনি বেঁচে থাকলে বাংলাদেশের অবস্থান অন্যরকম হদে পারতো। এশিয়ার পরিস্থিতিও ভিন্ন হতো। আমরা আমাদের সম্পদকে হারিয়েছি, ধরে রাখতে পারিনি। এটা আমাদের ব্যর্থতা। ’
তিনি বলেন, আমাদের এখন একটি সম্পদ রয়েছে, তিনি হচ্ছেন বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি দিন-রাত পরিশ্রম করছেন একটি সুখী-সমৃদ্ধ বঙ্গবন্ধুর সোনার বাংলা প্রতিষ্ঠা করতে, প্রযুক্তিনির্ভর ডিজিটাল বাংলাদেশ প্রতিষ্ঠা করতে।
বিশ্ববিদ্যালয়গুলোর প্রতি আহ্বান জানিয়ে তথ্যপ্রযুক্তিবিদ ড. সাজ্জাদ হোসেন বলেন, আমাদের তরুণ জনগোষ্ঠীকে দক্ষ ও যোগ্য করে তুলতে হবে। এক্ষেত্রে বিশ্ববিদ্যালয়গুলোকে গবেষণা ও উদ্ভাবন বাড়াতে হবে। আর শুধু গবেষণা করলেই হবে না। গবেষণা ও উদ্ভাবন ফলপ্রসূ হতে হবে, মানুষের কল্যাণে এবং দেশের কল্যাণে হতে হবে।
তিনি বলেন, ডিজিটাল বাংলাদেশ এখন বাস্তব। এর রূপকার প্রধানমন্ত্রীর আইসিটি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। আমি বিশ্বাস করি তার পরিকল্পনায় আমাদের বিশ্ববিদ্যালয়গুলো হবে ডিজিটাল বাংলাদেশ ও আধুনিক বাংলাদেশের প্রাণকেন্দ্র।
রোববারের (০৮ মার্চ) ওই অনুষ্ঠানে ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান মো. সবুর খান, উপাচার্য ইউসুফ এম ইসলাম, উপ-উপাচার্য এস এম মাহাবুবুল হক মজুমদার, ট্রেজারার হামিদুল হক খান প্রমুখ উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ২১৫৭ ঘণ্টা, মার্চ ০৯, ২০২০
এমএ