শনিবার (১৪ মার্চ) বিকেলে বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করে রাঙামাটি স্বাস্থ্য বিভাগ।
স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, গত ১১ মার্চ স্পেনের বার্সালোনা থেকে রাঙামাটিতে ফেরেন এক প্রবাসী নারী।
করোনার প্রাদুর্ভাব আক্রান্ত দেশগুলো থেকে আসা প্রবাসীদের জরুরি ভিত্তিতে হোম কোয়ারেন্টাইনে থাকতে অনুরোধ করে রাঙামাটি সিভিল সার্জন ডা. বিপাশ খীসা বাংলানিউজকে জানান, এই প্রথম গত ১১ মার্চ স্পেনের বার্সালোনা থেকে রাঙামাটিতে ফিরে আসে এক প্রবাসী নারী। এরপর জেলা স্বাস্থ্য বিভাগ তার খোঁজ নিয়ে তার বাড়িতে ছুটে যান এবং তাকে পর্যবেক্ষণে রেখেছেন।
তিনি আরও জানান, যারা প্রবাস থেকে ফিরে আসবে তাদের সবাইকে হোম কোয়ারেন্টাইনে রাখা হবে এবং তাদের ওপর পর্যবেক্ষণ চালানো হবে। যিনি প্রবাস থেকে এসেছেন তিনি সর্ম্পূন্ন সুস্থ। তাকে ১৪ দিন একা বাড়িতে থাকতে অনুরোধ করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৮১৫ ঘণ্টা, মার্চ ১৪, ২০২০
এসআরএস