ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি): করোনা ভাইরাস সংক্রমণের আশঙ্কায় শিক্ষক-শিক্ষার্থীর বিশ্ববিদ্যালয় বন্ধের দাবি জানানোর পর সিদ্ধান্ত নিতে সোমবার (১৬ মার্চ) সভা আহ্বান করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
রোববার (১৫ মার্চ) বিশ্ববিদ্যালয় বন্ধের দাবিতে অনশনরত শিক্ষার্থীদের অনশন ভাঙাতে এসে প্রক্টর অধ্যাপক ড. একেএম গোলাম রব্বানী এ কথা জানান।
বিশ্ববিদ্যালয় আবদুল মতিন ভার্চুয়াল ক্লাসরুমে এই সভা অনুষ্ঠিত হবে।
এতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সভাপতিত্বে উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. নাসরীন আহমাদ, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদসহ বিশ্ববিদ্যালয় ডিন, বিভাগের চেয়ারম্যান, হল প্রাধ্যক্ষ, ইনস্টিটিউটের পরিচালকরিকা অংশগ্রহণ করবেন।
প্রক্টর অধ্যাপক ড. এ কে এম গোলাম রব্বানী বলেন, করোনা ভাইরাস নিয়ে উদ্ভুত পরিস্থিতিতে সভায় বসছে প্রশাসন। সেখানে গণতান্ত্রিক প্রক্রিয়ায় শিক্ষার্থীদের জন্য মঙ্গল হয় এমন সিদ্ধান্ত নেওয়া হবে। একইসঙ্গে এই পরিস্থিতিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন দেশের প্রয়োজনে কিভাবে সহযোগিতা করতে পারে সে বিষয়েও আলোচনা হবে।
বাংলাদেশ সময়: ২১৫৫ ঘণ্টা, মার্চ ১৫, ২০২০
এসকেবি/এএটি
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।