সোমবার (১৬ মার্চ) দুপুরে বিশ্ববিদ্যালয়ের জরুরি সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে বাংলানিউজকে নিশ্চিত করেন উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক নুরুল আলম।
তিনি বলেন, করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে ১৮ মার্চ থেকে ২ এপ্রিল পর্যন্ত ক্লাস-পরীক্ষা বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
প্রশাসনিক কার্যক্রম চলবে কি-না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ২২ মার্চ থেকে ২ এপ্রিল পর্যন্ত প্রশাসনিক কার্যক্রম বন্ধ থাকবে। তবে জরুরি সার্ভিসগুলো (বিদ্যুৎ, পানি, গ্যাস, ইন্টারনেট) চালু থাকবে।
বাংলাদেশ সময়: ১৫৪৬ ঘণ্টা, মার্চ ১৬, ২০২০
এইচএডি/