মঙ্গলবার (১৬ মার্চ) দুপুরে বিশ্ববিদ্যালয়টির ভারপ্রাপ্ত রেজিস্ট্রার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, করোনা ভাইরাস সংক্রমণরোধে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম (ক্লাস-পরীক্ষা) ও আবাসিক হলসমূহও ১৮ মার্চ থেকে ৩১ মার্চ বন্ধ থাকবে।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়টির উপাচার্য অধ্যাপক ড. হারুন-উর-রশিদ আসকারী বাংলানিউজকে বলেন, জাতীয় সিদ্ধান্তের সঙ্গে একমত পোষণ করে আমাদের বিশ্ববিদ্যালয়ও বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বাংলাদেশ সময়: ১৭২৮ ঘণ্টা, মার্চ ১৬, ২০২০
এসআরএস