ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

শাবিপ্রবি শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ

শাবিপ্রবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৬ ঘণ্টা, মার্চ ১৯, ২০২০
শাবিপ্রবি শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ

শাবিপ্রবি ( সিলেট): দেশ ও বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া প্রাণঘাতী করোনা ভাইরাসের সংক্রমণ রোধে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) সব আবাসিক শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বৃহস্পতিবার (১৯ মার্চ) বিকেলে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দফতর থেকে পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, করোনা ভাইরাসজনিত কারণে উদ্ভূত পরিস্থিতিতে সর্বোচ্চ সতর্কতা ও নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণের জন্য শুক্রবার (২০ মার্চ) বিকেল ৪টার মধ্যে বিশ্ববিদ্যালয়ের সব আবাসিক শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে।

একইসঙ্গে পরবর্তী সময়ে নির্দেশ না দেওয়া পর্যন্ত এ আদেশ বহাল থাকবে ।

এ সময়ে শিক্ষার্থীদের স্বাস্থ্যগত সচেতন ও আপনজনদের কাছে নিরাপদস্থলে থাকার পরামর্শও দেওয়া হয়েছে।

এর আগে সোমবার (১৬ মার্চ) বিশ্ববিদ্যালয়ের এক জরুরি সিন্ডিকেট সভায় ১৮ থেকে ৩১ মার্চ পর্যন্ত ক্লাস-পরীক্ষা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।

বাংলাদেশ সময়: ১৭৪৪ ঘণ্টা, মার্চ ১৯, ২০২০
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।