বৃহস্পতিবার (১৯ মার্চ) বিকেলে সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাহিদা বারিক ভ্রাম্যমাণ আদালত বসিয়ে এ দণ্ড দেন।
অভিযানে ‘পড়ার ঘর’ নামে একটি কোচিং সেন্টারের মালিক শিপন, পাশের একটি কক্ষে নারায়ণগঞ্জ কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের শিক্ষক শফিকুল ইসলাম ও ‘ইউনাইটেড আইটি ট্রেনিং সেন্টারে’ শ্যামল চন্দ্রকে পৃথককে ২০০ টাকা করে অর্থদণ্ড করা হয়।
তবে করোনা ভাইরাস ঠেকাতে বাড়তি সতর্কতার জন্য দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান ও কোচিং সেন্টার বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হলেও তা মানছেন না নারায়ণগঞ্জের কোচিং সেন্টারগুলো।
বাংলাদেশ সময়: ২২০০ ঘণ্টা, মার্চ ১৯, ২০২০
ওএইচ/