ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

বাকৃবি শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৫৯ ঘণ্টা, মার্চ ২০, ২০২০
বাকৃবি শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ

বাকৃবি (ময়মনসিংহ): বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া প্রাণঘাতী করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) সব আবাসিক শিক্ষার্থীকে শনিবার (২১ মার্চ) বিকেল ৫টার মধ্যে হল ছাড়ার নির্দেশ দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বৃহস্পতিবার (১৯ মার্চ) রাতে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।

এতে বলা হয়, করোনা ভাইরাসের কারণে সতর্কতা হিসেবে শনিবার বিকেল ৫টার মধ্যে বিশ্ববিদ্যালয়ের সব আবাসিক শিক্ষার্থীকে হল ত্যাগের নির্দেশ দেওয়া হয়।

একইসঙ্গে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ আদেশ বহাল থাকবে।

এর আগে করোনা ভাইরাস আতঙ্কে রোববার (১৫ মার্চ) বিশ্ববিদ্যালয়টির সব অনুষদের শিক্ষার্থীরা ক্লাস-পরীক্ষা বর্জন করেন। এরপর সোমবার (১৬ মার্চ) সরকারি সিদ্ধান্ত অনুযায়ী ১৮ থেকে ৩১ মার্চ পর্যন্ত ক্লাস-পরীক্ষা বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ। এরপর থেকেই শিক্ষার্থীরা হল ছাড়তে শুরু করেন।

বাংলাদেশ সময়: ০০৫৭ ঘণ্টা, মার্চ ২০, ২০২০
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।