ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

নি‌ষেধাজ্ঞা অমান্য ক‌রে কো‌চিং, প্রধান শিক্ষকের দণ্ড

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৯ ঘণ্টা, মার্চ ২২, ২০২০
নি‌ষেধাজ্ঞা অমান্য ক‌রে কো‌চিং, প্রধান শিক্ষকের দণ্ড

বরিশাল: ক‌রোনা ভাইরাস সংক্রান্ত সরকা‌রি নি‌ষেধাজ্ঞা অমান্য ক‌রে শিক্ষার্থী‌দের কোচিং করা‌নোর কারণে ব‌রিশাল টাউন স্কু‌লের প্রধান শিক্ষক মৃন্ময় বেপারী‌কে ‌তিন‌দি‌নের বিনাশ্রম কারাদণ্ড দি‌য়ে‌ছেন ভ্রাম্যমাণ আদাল‌ত।

‌রোববার (২২ মার্চ) দুপুর ১২টায় ‌জেলা প্রশাস‌নের নির্বাহী ম্যা‌জি‌স্ট্রেট নাজমুল হুদা প‌রিচা‌লিত ভ্রাম্যমাণ আদালত এ আদেশ দেন।

ব‌রিশাল টাউন স্কু‌লের প্রধান শিক্ষক মৃন্ময় বেপারী‌কে ‌তিন‌দি‌নের বিনাশ্রম কারাদণ্ড দেওয়ার বিষয়‌টি জেলা প্রশাসক এমএম অজিয়র রহমান নি‌শ্চিত ক‌রে‌ছেন।

আরও পড়ুন>> ১৮ মার্চ থেকে সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ

এর আগে করোনা ভাইরাস পরিস্থিতি মোকাবিলায় ১৮ মার্চ থেকে ৩১ মার্চ পর্যন্ত সব ধরনের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করে সরকার।

বাংলাদেশ সময়: ১৩০৮ ঘণ্টা, মার্চ ২২, ২০২০
এমএস/এইচএডি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।