রোববার (২২ মার্চ) দুপুর ১২টা থেকে দুপুর পৌনে ২টা পর্যন্ত সিলেটের দক্ষিণ সুরমা আলমপুর বিভাগীয় কমিশনার কার্যালয়ে প্রশাসনসহ বিভিন্ন দফতর প্রধানদের নিয়ে জরুরি বৈঠক আহ্বান করেন সিলেটের বিভাগীয় কমিশনার মো. মশিউর রহমান এনডিসি।
তার সভাপতিত্বে হওয়া বৈঠকে পরিস্থিতি মোকাবিলায় বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।
বৈঠকে বলা হয়, করোনা ভাইরাস ভয়াবহ আকার ধারণ করলেও এখনো সিলেট নগরীর জনাকীর্ণতা কমেনি। তাই জনসমাগম এড়াতে সন্ধ্যার পর দোকানপাট বন্ধ ও ফুটপাত থেকে হকার সরিয়ে দেওয়া বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়।
আর প্রবাসীদের নিয়ন্ত্রণ করতে যেকোনো একটি আন্তর্জাতিক বিমানবন্দর ব্যবহারের প্রস্তাবনা ঢাকায় পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এছাড়া চিকিৎসকরা যেকোনো পরিস্থিতিতে যাতে সহযোগিতা অব্যাহত রাখেন এবং নগর স্বাস্থ্যকেন্দ্র প্রস্তুত রাখার বিষয়েও আলোচনা হয়। আর বেসরকারি হাসপাতালগুলোর সম্পৃক্ততায় সোমবার ওইসব হাসপাতালের পরিচালকদের নিয়ে সভা আহ্বান করেছেন বিভাগীয় কমিশনার।
বৈঠক সূত্র জানায়, পরিস্থিতি মোকাবিলায় জরুরি আরও কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে।
বাংলাদেশ সময়: ১৯০১ ঘণ্টা, মার্চ ২২, ২০২০
এনইউ/এএটি