১৪ দিন বাড়িতে থাকার পরও এদের কোনো শারীরিক অসঙ্গতি দেখা না যাওয়ায় হোম কোয়ারেন্টিন থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে।
বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় সূত্রে জানা গেছে, গত ১০ মার্চ থেকে এ পর্যন্ত বরিশাল সিটি করপোরেশনসহ বিভাগের ছয় জেলায় মোট দুই হাজার ৭১৮ জনকে হোম কোয়ারেন্টিনে পাঠানো হয়।
অপরদিকে গত ২৪ ঘণ্টায় বরিশাল সিটি করপোরেশনসহ বিভাগের ছয় জেলায় ৯৩ জনকে হোম কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে এবং ১৫৬ জনকে হোম কোয়ারেন্টিন থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে।
এর বাইরে শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে তিনজন ও ভোলায় একজন আইসোলেশনে চিকিৎসাধীন এবং এ পর্যন্ত বিভাগে চারজনকে আইসোলেশন থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে।
বরিশাল বিভাগীয় কার্যালয়ের পরিচালক ডা. বাসুদেব কুমার দাস জানান, করোনা সন্দেহে হাসপাতালের ওয়ার্ডগুলোতে রোগী ভর্তি করা হলেও বিভাগে এখন পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়নি।
বাংলাদেশ সময়: ১৭৩৮ ঘণ্টা, মার্চ ২৭, ২০২০
এমএস/আরবি/