জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি): করোনা ভাইরাসের প্রভাবে দেশের উদ্ভূত পরিস্থিতি মোকাবিলার লক্ষ্যে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে একদিনের বেতনের সমপরিমাণ অর্থ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তারা।
শনিবার (৪ এপ্রিল) বিশ্ববিদ্যালয় অফিসার সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, করোনা ভাইরাসের কারণে দেশের সব ধরনের সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানগুলো বন্ধ রয়েছে।
ফলে দেশের দরিদ্র খেটেখাওয়া প্রান্তিক জনগোষ্ঠীর বিপুল সংখ্যক মানুষ কর্মহীন হয়ে পড়েছেন। তাদের খাদ্য নিরাপত্তার জন্য সরকারিভাবে নানা উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এ অবস্থায় আমরা সচেতন মানুষ হিসেবে এসব প্রান্তিক জনগোষ্ঠীর পাশে দাঁড়ানোর প্রয়োজনীতা অনুভব করছি।
এ বিষয়ে জাবি অফিসার সমিতির সভাপতি মো. আবু হাসান বলেন, বিশ্ববিদ্যালয় অফিসার সমিতির এক মিটিংয়ে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সিদ্ধান্ত নেওয়ার আগে কমিটির সব সদস্যের মতামত ছাড়াও সব অফিসের প্রধানের মতামত নেওয়া হয়েছে। এছাড়া কর্মকর্তাদের আগ্রহের পরিপ্রেক্ষিতে আমরা এমন সিদ্ধান্ত নিতে পেরেছি। এই তহবিলে বিশ্ববিদ্যালয়ের মোট তিনশ ৩৯ জন কর্মকর্তা তাদের একদিনের বেতনের সমপরিমাণ অর্থ জমা দেবেন।
বাংলাদেশ সময়: ১৪৪৪ ঘণ্টা, এপ্রিল ০৪, ২০১০
এএটি
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।