বাংলাদেশের আর্থ-সামাজিক অবস্থা এমন যেখানে একটা উল্লেখযোগ্য জনগোষ্ঠী আছে যারা দিন আনে দিন খায়। এসব প্রান্তিক জনগোষ্ঠীর একটা কঠিন সময় পার করতে হচ্ছে।
শুক্রবার (৩ এপ্রিল) বরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির কার্যনির্বাহী কমিটির এক ভিডিও কনফারেন্সের মাধ্যমে এক সভায় মানবিক দিক বিবেচনা করে ১ (এক) দিনের বেতন এই অসহায় জনগোষ্ঠীকে দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
রোববার (৫ এপ্রিল) বরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ড. মো. খোরশেদ আলম বিষয়টি নিশ্চিত করে জানান, প্রাতিষ্ঠানিকভাবে বরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষক সমাজ বাংলাদেশের সাধারণ মানুষের সঙ্গে আছে এবং ভবিষ্যতেও যেকোনো প্রয়োজনে থাকবে। আপনাদের এবং পরিবারের সবার সুস্বাস্থ্য কামনা করছি। সবাই ঘরে থাকুন, নিরাপদে থাকুন।
বাংলাদেশ সময়: ১৪৫৩ ঘণ্টা, এপ্রিল ০৫, ২০২০
এমএস/এএটি