বুধবার (৮ এপ্রিল) রাতে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্টার এস এম আব্দুল লতিফ স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।
একই সঙ্গে এ ঘটনা তদন্তের জন্য তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
কমিটির অন্য সদস্যরা হলেন বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক রেহানা পারভীন এবং পরিসংখ্যান বিভাগের সভাপতি ড. সাজ্জাদ হোসেন। কমিটির সদস্যদের ক্যাম্পাস খোলার সাত কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
অভিযুক্ত ওই শিক্ষার্থীর নাম আশিকুল ইসলাম পাটোয়ারী। তিনি বিশ্ববিদ্যালয়ের আরবী ভাষা ও সাহিত্য বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের ছাত্র এবং বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রমৈত্রীর কর্মী বলে জানা গেছে।
বুধবার (৮ এপ্রিল) বিকেলে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি স্ট্যাটাসে বঙ্গবন্ধুকে নিয়ে কটুক্তি করেন ওই শিক্ষার্থী।
এদিকে এ ঘটনায় আশিকুলকে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র মৈত্রী থেকেও বহিষ্কার করা হয়েছে বলে জানা গেছে।
বুধবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রমৈত্রীর সভাপতি আব্দুর রউফ বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন।
বাংলাদেশ সময়: ০৬৪৫ ঘণ্টা, এপ্রিল ০৮, ২০২০
আরআইএস/