সোমবার (১৩ এপ্রিল) বিকেলে আনুষ্ঠানিকভাবে বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
এ সময় স্যানিটাইজারগুলো রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) মেয়র, সংসদ সদস্যরা, পুলিশ কমিশনার ও জেলা প্রশাসক (ডিসি) বরাবর পাঠানো হয়।
বিশ্ববিদ্যালয়টির উপাচার্য অধ্যাপক এম আব্দুস সোবহান বাংলানিউজকে বলেন, বিশ্বজুড়ে করোনার মহামারী আকার ধারণ করেছে। এ থেকে বাঁচতে প্রয়োজন সচেতনতা এবং পরিষ্কার-পরিচ্ছন্ন থাকা।
বিতরণকালে উপস্থিত ছিলেন রাবির উপ-উপাচার্য অধ্যাপক চৌধুরী মো. জাকারিয়া, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক এমএ বারী, প্রক্টর অধ্যাপক লুৎফর রহমান প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৯২৫ ঘণ্টা, এপ্রিল ১৩, ২০২০
এসআরএস