ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

প্রাথমিকের শিক্ষকদের ঋণের কিস্তি স্থগিত করতে ডিজির অনুরোধ

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২০ ঘণ্টা, এপ্রিল ২৫, ২০২০
প্রাথমিকের শিক্ষকদের ঋণের কিস্তি স্থগিত করতে ডিজির অনুরোধ

ঢাকা: প্রাথমিকের শিক্ষক-কর্মকর্তাদের সব প্রকার ঋণের কিস্তি পরিশোধের মেয়াদ আগামী ৩০ জুন পর্যন্ত স্থগিত রাখার জন্য অনুরোধ করেছেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) মো. ফসিউল্লাহ।

সম্প্রতি মহাপরিচালক স্বাক্ষরিত চিঠি সোনালী ব্যাংক, পূবালী ব্যাংক, জনতা ব্যাংক, অগ্রণী ব্যাংক ও কৃষি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের কাছে পাঠানো হয়েছে।  

চিঠিতে বলা হয়, বিদ্যমান করোনা ভাইরাস (কোভিড-১৯) পরিস্থিতিতে সীমিত আয়ের ব্যক্তিদের কষ্ট কিছুটা লাঘবের জন্য প্রাথমিক শিক্ষা অধিদপ্তরাধীন সব কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষকের সব প্রকার ঋণের কিস্তি পরিশোধের মেয়াদ আগামী ৩০ জুন পর্যন্ত স্থগিত রাখার জন্য অনুরোধ করা হলো।

বাংলাদেশ সময়: ১৬১৫ ঘণ্টা, এপ্রিল ২৫, ২০২০
এমআইএইচ/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।