শাবিপ্রবিতে রোগীর কাছ থেকে সরাসরি কোন ধরনের নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হয় না।
করোনা পরীক্ষা নিয়ে বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের প্রধান অধ্যাপক ড. মো. শামসুল হক প্রধান বলেন, আমরা নিজেরা কোন করোনার নমুনা সংগ্রহ করি না।
নমুনা সংগ্রহ নিয়ে তিনি বলেন, নমুনা সংগ্রহে চিকিৎসকরা অনেক বিশেষজ্ঞ ও প্রশিক্ষণপ্রাপ্ত। নমুনা সংগ্রহ করা তাদের কাজ। আমরা নমুনা সংগ্রহ করি না এবং নমুনা সংগ্রহের দিকে আমরা যাবোও না। শুধু তাদের সংগ্রহকৃত পাঠানো নমুনাগুলো পরীক্ষা করবো।
তিনি আরো বলেন, ল্যাবে স্থাপনকৃত পিসিআর মেশিনে সিঙ্গেল সাইকেলে প্রতিদিন ৯৪টি নমুনা শনাক্ত করা যাবে। এতে ১ ঘণ্টা ৪০ মিনিট থেকে সর্বোচ্চ ২ ঘণ্টার মতো সময় লাগতে পারে। একইভাবে ডাবল সাইকেলে করলে প্রায় ১৮৮টি নমুনা শনাক্ত করা সম্ভব হবে।
এদিকে জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি (জিইবি) বিভাগে স্থাপিত ল্যাবে নমুনা পরীক্ষায় কাজ করতে সহযোগিতা করছেন বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি বিভাগের শিক্ষকরাও (বিএমবি)। শিক্ষক-শিক্ষার্থী মিলিয়ে এ ল্যাবে মোট ২১ জন সদস্য কাজ করছেন।
বাংলাদেশ সময়: ১৫০৪ ঘণ্টা, মে ২৯, ২০২০
জেআইএম