এদিকে ১ জুন থেকে সীমিত পরিসরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) দাপ্তরিক কার্যক্রম শুরু হতে পারে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক আনন্দ কুমার সাহা।
উপ-উপাচার্য অধ্যাপক আনন্দ কুমার সাহা বাংলানিউজকে বলেন, বিশ্ববিদ্যালয় খোলার ব্যাপারে সিদ্ধান্ত নিতে শুক্রবার সন্ধ্যায় সভা আহ্বান করা হয়েছে।
এর আগে, করোনা সংক্রমণ ঠেকাতে গত ১৭ মার্চ থেকে ৩১ মার্চ পর্যন্ত বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়। পরবর্তীকালে অনির্দিষ্টকালের জন্য ক্যাম্পাস বন্ধ ঘোষণা করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
বাংলাদেশ সময়: ১৮০০ ঘন্টা, মে ২৯, ২০২০
আরএ