ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

সোমবার থেকে চালু হচ্ছে রাবির প্রশাসনিক কার্যক্রম

রাবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৪ ঘণ্টা, মে ৩০, ২০২০
সোমবার থেকে চালু হচ্ছে রাবির প্রশাসনিক কার্যক্রম

রাবি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রম আগামী সোমবার (১ জুন) থেকে সীমিত পরিসরে শুরু হবে। 

শনিবার (৩০ মে) বিকেলে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। এতে উপাচার্য অধ্যাপক এম আব্দুস সোবহান সভাপতিত্ব করেন।

বিষয়টি নিশ্চিত করে সিন্ডিকেট সদস্য অধ্যাপক আব্দুল আলীম।

অধ্যাপক আব্দুল অালীম বাংলানিউজকে বলেন, সিন্ডিকেট সভায় সীমিত পরিসরে প্রশাসনিক কার্যক্রম চালু করার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সভায় শুধুমাত্র জরুরি কার্যক্রম চালানোর বিষয়ে সিদ্ধান্ত হয়েছে। তবে কোনো বিভাগ, অনুষদ বা হলের অফিস খোলা থাকবে না। একাডেমিক কার্যক্রম বন্ধ থাকবে।

তিনি আরো বলেন, শুধুমাত্র প্রশাসন ভবনের অফিসগুলো খোলা থাকবে। সেক্ষেত্রে শারীরিক দূরত্ব বজায় রাখতে হবে, অফিসে লোকবল কম থাকবে।

করোনা সংক্রমণ রোধে গত ১৭ মার্চ থেকে ৩১ মার্চ পর্যন্ত বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়। পরবর্তীকালে অনির্দিষ্টকালের জন্য ক্যাম্পাস বন্ধ ঘোষণা করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

বাংলাদেশ সময়: ২০৪২ ঘণ্টা, মে ৩০, ২০২০
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।