এ হিসেবে ১ লাখ ২৪ হাজার ৯৫৯ হাজার পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ১ লাখ ১২৫ জন। এরমধ্যে জিপিএ-৫ পেয়েছে ৭ হাজার ৪৩৪ জন।
রোববার (৩১ মে) দুপুরে এ তথ্য নিশ্চিত করেন ময়মনসিংহ শিক্ষা বোর্ডের সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক মো. কামাল হোসেন।
তিনি জানান, এবার ৩ ফেব্রুয়ারি ময়মনসিংহ শিক্ষা বোর্ডে প্রথমবারের মতো অনুষ্ঠিত এসএসসি পরীক্ষায় ১ লাখ ২৬ হাজার শিক্ষার্থী অংশগ্রহণ করে। ময়মনসিংহ, শেরপুর, জামালপুর ও নেত্রকোনা নিয়ে নবগঠিত মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বোর্ড ময়মনসিংহের ১৩১টি কেন্দ্রে পরীক্ষা হয়েছে।
কামাল হোসেন জানান, জেলাভিত্তিক ফলাফলে ময়মনসিংহ জেলায় পাসের হার ৮০ দশমিক শূন্য ৫, শেরপুর জেলায় ৮৩ দশমিক ১৭, নেত্রকোনা জেলায ৭৯ দশমিক ৭৪ ও জামালপুর জেলায় ৭৮ দশমিক ৯৩ শতাংশ।
বাংলাদেশ সময়: ১৫২৭ ঘণ্টা, মে ৩১, ২০২০
একে/আরবি/