সোমবার (১৫ জুন) রাতে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, করোনা ভাইরাস সংক্রমণ বিস্তার রোধে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ইতোপূর্বে দফায় দফায় সাধারণ ছুটি ঘোষণা করেছে এবং স্বাস্থ্য সুরক্ষার জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে।
তবে পূর্ব ঘোষিত নির্দেশনাবলী অপরিবর্তিত থাকবে। জরুরি সার্ভিস হিসেবে চিকিৎসা, বিদ্যুৎ, পানি, গ্যাস, পরিচ্ছন্নতা কার্যক্রম, নিরাপত্তা কার্যক্রম, টেলিফোন ও ইন্টারনেটের ক্ষেত্রে এ ব্যবস্থা প্রযোজ্য হবে না বলেও জানানো হয় বিজ্ঞপ্তিতে।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সংশ্লিষ্ট সবাইকে বাইরে চলাচলের সময় মাস্ক ব্যবহার এবং শারীরিক দূরত্ব বজায় রেখে চলাচল করতে অনুরোধ জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
বাংলাদেশ সময়: ২২০১ ঘণ্টা, জুন ১৫, ২০২০
এইচএডি