শনিবার (১৮ জুলাই) বেলা ১১টায় ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন বরিশাল মহানগরের উদ্যোগে নগরের অশ্বিনী কুমার হলের সামনে সদররোডে এ কর্মসূচির আয়োজন করা হয়।
মানববন্ধনে ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল মহানগরের সেক্রেটারি মাওলানা মুহাম্মাদ জাকারিয়া হামিদী প্রধান অতিথির বক্তব্যে বলেন, ‘সরকারি বরিশাল কলেজ বরিশালের ইতিহাস ও ঐতিহ্যের অন্যতম বাহক।
তিনি বলেন, ‘বরিশাল আমাদের প্রাণের স্পন্দন। যদি কারো বরিশাল পছন্দ না হয়, তারা ছেড়ে চলে যেতে পারেন। তবুও ইতিহাস ও ঐতিহ্যকে কোনোভাবেই বিনষ্ট করতে দেবো না। ’
মানববন্ধনে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন বরিশাল মহানগরের সভাপতি মুহাম্মাদ রেজাউল করিম বলেন, ‘আমরা লক্ষ্য করেছি প্রত্যেক জেলা শহরেই ইতিহাস ও ঐতিহ্যকে টিকিয়ে রাখার জন্য জেলার নামেই একটি নন্দিত বিদ্যাপীঠ গড়ে উঠেছে। সম্প্রতি শিক্ষা মন্ত্রণালয় মাদারিপুরে সরকারি নাজিমুদ্দিন কলেজকে মাদারিপুর সরকারি কলেজ নামকরণের পদক্ষেপ নিয়েছে। অথচ সরকারি বরিশাল কলেজের নাম পরিবর্তনের উদ্যোগ নেওয়া হচ্ছে, যা বরিশালের ঐতিহ্য মিটিয়ে দেওয়ার গভীর ষড়যন্ত্র বাস্তবায়িত করবে বলে মনে করছি। কলেজটির সাবেক ও বর্তমান কোনো ছাত্রই নাম পরিবর্তনের এ দাবি মানতে পারছে না। ’
প্রসঙ্গত, সরকারি বরিশাল কলেজের নাম পরিবর্তন করে ‘মহাত্মা অশ্বিনী কুমার দত্ত’র নামে করার উদ্যোগ নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।
বাংলাদেশ সময়: ১৬০৪ ঘণ্টা, জুলাই ১৮, ২০২০
এমএস/এফএম