ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

রাবিতে ঈদুল আজহার ছুটি শুরু ২২ জুলাই

রাবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৬ ঘণ্টা, জুলাই ২১, ২০২০
রাবিতে ঈদুল আজহার ছুটি শুরু ২২ জুলাই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রবেশ পথ

রাবি: পবিত্র ঈদুল আজহা উপলক্ষে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সব অনলাইন ক্লাস বুধবার (২২ জুলাই) থেকে ৬ আগস্ট পর্যন্ত বন্ধ থাকবে।

অন্যদিকে, বিশ্ববিদ্যালয়ের অফিসগুলো বন্ধ থাকবে ৫ আগস্ট (বুধবার) পর্যন্ত।

মঙ্গলবার (২১ জুলাই) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

দেশব্যাপী করোনা ভাইরাসের বিস্তার রোধে জনপ্রশাসন মন্ত্রণালয় প্রচারিত প্রজ্ঞাপনের নির্দেশনা অনুযায়ী ছুটির সময়ে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের কর্মস্থল ত্যাগ না করতে প্রশাসন নির্দেশ দিয়েছে বলেও সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

প্রসঙ্গত, করোনাকালে গত ৯ জুলাই থেকে রাবিতে অনলাইন ক্লাস শুরু হয়।

বাংলাদেশ সময়: ১৮০৯ ঘণ্টা, জুলাই ২১, ২০২০
এসআই
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।