জাবি : জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ইংরেজি বিভাগের ছাত্র জুবায়ের আহমেদ হত্যার বিচার চেয়ে ৪ দফা দাবি আদায়ে বৃহস্পতিবার সকাল ১০টা থেকে আন্দোলন শুরু হয়েছে।
‘উৎসব হোক শোক ও প্রতিরোধের ভাষা’ শীর্ষক ব্যানার নিয়ে সাধারণ শিক্ষকরা ক্যাম্পাসে র্যালি করেছে।
অন্যদিকে বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীরা ৪ দফা দাবি আদায়ে বেলা ১১টা থেকে অমর একুশের সামনে মানববন্ধন করছে। মানববন্ধন শেষে তারা শিক্ষার্থীদের পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী মিছিলে যোগ দেয়।
এছাড়া অমর একুশের পাদদেশে শিক্ষার্থীদের প্রতিবাদী সাংস্কৃতিক অনুষ্ঠান করার কথা রয়েছে।
এদিকে গোলাম আযমসহ সকল যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে ক্যাম্পাসে মানববন্ধন করেছে শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও ছাত্র-ছাত্রীরা।
বাংলাদেশ সময় : ১১৫৭ ঘণ্টা, ১২ জানুয়ারি ২০১২