ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

অসমাপ্ত পরীক্ষা নেওয়ার দাবি রাবি শিক্ষার্থীদের

রাবি করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৮ ঘণ্টা, ডিসেম্বর ৩, ২০২০
অসমাপ্ত পরীক্ষা নেওয়ার দাবি রাবি শিক্ষার্থীদের

রাবি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০১৫-১৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) শেষ বর্ষের অসমাপ্ত পরীক্ষা নেওয়ার দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (৩ ডিসেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে শতাধিক শিক্ষার্থী এ দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেন।

 

শিক্ষার্থীরা একই দাবিতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এম. আব্দুস সোবহান বরাবর স্মারকলিপি দেন। প্রক্টর অধ্যাপক লুৎফর রহমান উপাচার্যের পক্ষে স্মারকলিপি গ্রহণ করেন।

শিক্ষার্থীরা বলেন, করোনার কারণে চলতি বছরের ১৮ মার্চ দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হওয়ার কারণে কিছু বিভাগের চূড়ান্ত বর্ষের পরীক্ষা আটকে যায়। ফলে আমরা দীর্ঘ সেশনজটে পড়ার আশঙ্কা করছি। সম্প্রতি বিসিএসসহ বেশ কিছু সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হলেও আমরা আবেদন করতে পারছি না। এতে করে আমাদের মধ্যে হতাশা বাড়ছে। তাই স্বাস্থ্যবিধি মেনে আমরা পরীক্ষায় অংশ নিতে চাই।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক লুৎফর রহমান বলেন, আমি শিক্ষার্থীদের স্মারকলিপি গ্রহণ করেছি। তাদের দাবির বিষয়ে উপাচার্যকে জানিয়েছি। বিশ্ববিদ্যালয় প্রশাসন দ্রুতই এ নিয়ে আলোচনায় বসবে।

বাংলাদেশ সময়: ১৬৪৮ ঘণ্টা, ডিসেম্বর ০৩, ২০২০
এসআই
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।