শাবিপ্রবি (সিলেট): করোনা ভাইরাস মহামারিতে স্বাস্থ্যবিধি মেনে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে।
দিবসটি উপলক্ষে বুধবার (১৬ ডিসেম্বর) সকালে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন-১ এর সামনে জাতীয় সংগীত পরিবেশন ও জাতীয় পতাকা উত্তোলন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ।
এরপর সকাল সাড়ে ৭টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার এবং সকাল ৮টায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন উপাচার্য। পরে শিক্ষক সমিতি, মুক্তিযুদ্ধের চেতনায় ঐক্যবদ্ধ শিক্ষক পরিষদ, মুক্তিযুদ্ধের চেতনা ও মুক্তচিন্তা চর্চায় ঐক্যবদ্ধ শিক্ষক পরিষদ, অফিসার্স অ্যাসোসিয়েশন, বিভিন্ন বিভাগ, হল প্রশাসন, শাবিপ্রবি প্রেসক্লাব, ছাত্র সংগঠন ফুল দিয়ে শ্রদ্ধা জানান।
বাংলাদেশ সময়: ০৯৫৯ ঘণ্টা, ডিসেম্বর ১৬, ২০২০
এফএম