ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

ফেনী ইউনিভার্সিটিতে মহান বিজয় দিবস উদযাপন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৩৩ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০২০
ফেনী ইউনিভার্সিটিতে মহান বিজয় দিবস উদযাপন

ফেনী: ফেনী ইউনিভার্সিটিতে স্বাস্থ্যবিধি মেনে মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে।  

বুধবার (১৬ ডিসেম্বর) সকালে দিবসটি উপলক্ষে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে বিশ্ববিদ্যালয় ও জাতীয় পতাকা উত্তোলন করা হয়।

এ সময় জাতীয় সংগীত পরিবেশন করে মুক্তিযুদ্ধের মহান শহীদের স্মরণ করা হয়।  

এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার ও বিশিষ্ট শিক্ষাবিধ প্রফেসর তায়বুল হক, রেজিস্ট্রার এ এস এম আবুল খায়ের, পরীক্ষা নিয়ন্ত্রক হারুন আল রশিদ, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা।  

এর আগে মহান বিজয় দিবস উপলক্ষে বর্ণিল সাজে সাজানো হয় ক্যাম্পাস।

বিজয় দিবস উপলক্ষে উদ্যোক্তা, শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক,  কর্মকর্তা-কর্মচারীসহ সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ফেনী ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের সভাপতি আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বিশিষ্ট মৎস্য বিজ্ঞানী ও শিক্ষাবিদ প্রফেসর ড. সাইফুদ্দিন শাহ। এক শুভেচ্ছা বার্তায় সবাইকে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে দেশের জন্য কাজ করার আহ্বান জানান তারা।

বাংলাদেশ সময়: ০৭৩২ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০২০ 
এসএইচডি/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।