ঢাকা: গাজীপুরের সালনায় অবস্থিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরকৃবি) ছাত্রীদের আবাসন সুবিধা বৃদ্ধির জন্য একটি ছাত্রীহল ও উচ্চতর গবেষণার জন্য কেন্দ্রীয় গবেষণাগার ভবনের ভিত্তিপ্রস্তরের ফলক উন্মোচন করা হয়েছে।
মঙ্গলবার সকালে বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ আব্দুল মান্নান আকন্দ প্রধান অতিথি হিসেবে ভবন দু’টির ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করেন।
এসময় বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ প্রফেসর ড. মোঃ গিয়াসউদ্দীন মিয়া, ডিনসহ অন্যরা উপস্থিত ছিলেন। প্রায় সাড়ে ১২ কোটি টাকা ব্যয়ে ২০১৩ সালের জুনের মধ্যে এ নির্মাণ কাজ শেষ হবে বিশ্ববিদ্যালয় সূত্র জানিয়েছে।
বাংলাদেশ সময়: ১৮৪৭ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০১২