ঢাকা, শুক্রবার, ১৭ কার্তিক ১৪৩১, ০১ নভেম্বর ২০২৪, ২৮ রবিউস সানি ১৪৪৬

শিক্ষা

বশেমুরকৃবি ছাত্রীহল-কেন্দ্রীয় গবেষণাগারের ফলক উন্মোচন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৬ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০১২
বশেমুরকৃবি ছাত্রীহল-কেন্দ্রীয় গবেষণাগারের ফলক উন্মোচন

ঢাকা: গাজীপুরের সালনায় অবস্থিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরকৃবি) ছাত্রীদের আবাসন সুবিধা বৃদ্ধির জন্য একটি ছাত্রীহল ও উচ্চতর গবেষণার জন্য কেন্দ্রীয় গবেষণাগার ভবনের ভিত্তিপ্রস্তরের ফলক উন্মোচন করা  হয়েছে।

মঙ্গলবার সকালে বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ আব্দুল মান্নান আকন্দ প্রধান অতিথি হিসেবে ভবন দু’টির ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করেন।



এসময় বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ প্রফেসর ড. মোঃ গিয়াসউদ্দীন মিয়া, ডিনসহ অন্যরা উপস্থিত ছিলেন। প্রায় সাড়ে ১২ কোটি টাকা ব্যয়ে ২০১৩ সালের জুনের মধ্যে এ নির্মাণ কাজ শেষ হবে বিশ্ববিদ্যালয় সূত্র জানিয়েছে।

বাংলাদেশ সময়: ১৮৪৭ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।