ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

স্টামফোর্ডে জেআরএন ভিজুয়ালসের ‘ফটো ওয়াক’ অনুষ্ঠিত

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২০২ ঘণ্টা, ফেব্রুয়ারি ৭, ২০২১
স্টামফোর্ডে জেআরএন ভিজুয়ালসের ‘ফটো ওয়াক’ অনুষ্ঠিত বালিয়াটি জমিদার বাড়িতে শিক্ষার্থীরা

ঢাকা: স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগের সংগঠন জেআরএন ভিজুয়ালসের আয়োজনে ‘ফটো ওয়াক’ অনুষ্ঠিত হয়েছে।  

শুক্রবার (৫ ফেব্রুয়ারি) সংগঠনটির প্রায় ৩৫ জন সদস্যর অংশগ্রহণে এই ফটো ওয়াক আয়োজন করা হয়।

সদস্যরা সবাই সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগের শিক্ষার্থী। এদিন সকাল থেকে দুপুর পর্যন্ত শিক্ষার্থীদের নিয়ে ঢাকা বিভাগের অন্তর্গত মানিকগঞ্জ জেলার বালিয়াটি জমিদার বাড়িতে ছবি তোলা হয়।

এ সময় বিভাগের সাবেক শিক্ষার্থী শরীফ সৌরভ ও এইচ এস সাকিব উপস্থিত থেকে শিক্ষার্থীদের বালিয়াটি জমিদার বাড়ির বিভিন্ন স্থানে ছবি তুলতে সহায়তা করেন এবং ফটোগ্রাফির বিভিন্ন কারিগরি দিক তাদের সামনে তুলে ধরেন। তাদের নির্দেশনায় স্থাপত্যকলার পাশাপাশি গ্রামীণ জীবন ও জনপদের ছবি এবং ভিডিও ধারণ করা হয়।

এ সময় বিভাগের সহকারী অধ্যাপক মোশাররফ হোসেন, সামিয়া আসাদি ও তানিয়া সুলতানা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের সহযোগী আয়োজক হিসেবে ছিলো ‘ডেড এলিফ্যান্ট ফিল্মস’।

বাংলাদেশ সময়: ০২০১ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৭, ২০২১
এমআরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।