ঢাকা, বুধবার, ১৯ আষাঢ় ১৪৩১, ০৩ জুলাই ২০২৪, ২৫ জিলহজ ১৪৪৫

শিক্ষা

জাবিতে বিনামূল্যে থ্যালাসেমিয়া পরীক্ষা

জাবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ৭, ২০২১
জাবিতে বিনামূল্যে থ্যালাসেমিয়া পরীক্ষা

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি): জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) প্রাণরসায়ন ও অণুপ্রাণ বিজ্ঞান বিভাগের আয়োজনে বিভাগের অধ্যাপক ইব্রাহিম খলিল ও ইব্রাহিম হোসেনের তত্ত্বাবধানে ৩০০ শিক্ষার্থীর বিনামূল্যে থ্যালাসেমিয়া পরীক্ষার কার্যক্রম শুরু হয়েছে।  

শিক্ষা মন্ত্রণালয়ের অর্থায়নে ও অ্যাডভান্স রিসার্চ অ্যাডুকেশন-এর গবেষণার অংশ হিসেবে এসব শিক্ষার্থীকে বিনামূল্যে এ সেবা দেওয়া হচ্ছে বলে জানান আয়োজনটির উদ্যোক্তা ও গবেষণা প্রজেক্টের প্রধান অনুসন্ধানকারী অধ্যাপক ইব্রাহিম খলিল।

রোববার (৭ ফেব্রুয়ারি) সকাল ৯টা থেকে এ কার্যক্রম শুরু হয়ে চলে বিকেল ৩টা পর্যন্ত। প্রথম দিনে প্রায় ৫০ জন শিক্ষার্থী এ সেবা নেন বলে জানান এ অধ্যাপক।

অধ্যাপক ইব্রাহিম খলিল বলেন, আপাতত আগামী তিন দিনে বিশ্ববিদ্যালয়ের ৩০০ শিক্ষার্থীর নমুনা সংগ্রহ করার লক্ষ্য গ্রহণ করা হয়েছে। এ পরীক্ষা করার মধ্য দিয়ে আমরা মূলত সচেতনতা সৃষ্টি করতে চাই। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যাতে ভবিষ্যতে বৈবাহিক বন্ধন তৈরি করার ক্ষেত্রে সচেতন থাকতে পারেন। দু’জন থ্যালেসেমিয়া রোগের বাহক ব্যক্তি যদি বিবাহ বন্ধনে আবদ্ধ হন এর অর্থ হচ্ছে নিশ্চিতভাবে আরও ব্যক্তির মধ্যে এ রোগের জিন সরবরাহ করা। সুতরাং বিবাহের আগে আমাদের শিক্ষার্থীরা এ রোগ সম্পর্কে অবগত হোক সেই উদ্দেশে আমাদের এ পদক্ষেপ।

বাংলাদেশ থ্যালাসেমিয়া সমিতির বরাতে অধ্যাপক ইব্রাহিম খলিল বলেন, বাংলাদেশে বর্তমানে এক লাখের অধিক থ্যালাসেমিয়া রোগী রয়েছে। এর বাইরে আরও ৭৫ হাজার এ থ্যালাসেমিয়ার ক্যারিয়ার বহন করছে। এছাড়া সাত হাজার রোগী চিকিৎসাধীন। সচেতনতা ছাড়া এর নিয়ন্ত্রণ সম্ভব না।  

তিনি আরও বলেন, আমরা যে সেবাটি বিনামূলে সরবরাহ করছি এটি বাইরে থেকে করাতে হলে তিন থেকে সাড়ে তিন হাজার টাকা প্রয়োজন। এ সেবা বিনামূলে দেওয়ার সঙ্গে সঙ্গে আমরা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছি এবং অনুরোধ করেছি যাতে আগামীতে বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষার্থীকে এ পরীক্ষার আওতায় আনা হয়। এছাড়া ভর্তি করার সময় সব শিক্ষার্থীকে পরীক্ষা করানো হয়। আমরা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ থেকে আশ্বাস পেয়েছি। এর বাইরে বিশ্ববিদ্যালয় পরিবারের সবার জন্য এ পরীক্ষা করতে নামমাত্র মূল্যে বিভাগ থেকে কোনো উদ্যোগ নেওয়ার কথা ভাবছি।

গবেষণা কাজের সহায়তায় আরও রয়েছেন বিভাগের শিক্ষার্থী আমিনুল হাসান, এশা বিনতে শাহরিয়ার, নাফিসা লুবনা, রুবাইয়াত আফরিন অয়ন, আল তারেক মিয়া ও অনামিকা সরকার প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৭৫০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৭, ২০২১
আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।