ঢাকা: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) হিসাববিজ্ঞান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের (এআইএস) ১ম ব্যাচের শিক্ষার্থীরা ১০ দিনের সার্ক ট্যুর শেষে ১৮ জানুয়ারি দেশে ফিরেছে।
গত ৯ থেকে ১৮ জানুয়ারি এ শিক্ষাসফরে তারা ভারতের জলপাইগুড়ি, শিলিগুড়ি ও দার্জিলিং; নেপালের পোখারা, কাঠমাণ্ডু ও ভূটানের ফুন্টসিলিং পরিদর্শন করে।
একাডেমিক শিক্ষার পাশাপাশি এ ধরনের শিক্ষাসফর সবাইকে প্রাকৃতিক সৌন্দর্য্য উপভোগের পাশাপাশি মনমুগ্ধকর পরিবেশ দর্শন ও নতুন অভিজ্ঞতা অর্জনে সহায়ক ভূমিকা রাখে।
এই সার্ক ট্যুর সফল করতে সার্বক্ষণিক অনুপ্রেরণা যুগিয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মেসবাহ উদ্দিন আহমদ।
সার্বিক সহযোগিতায় ছিলেন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. আলী নূর, বিভাগের সহকারী অধ্যাপক ও সহকারী প্রক্টর কাজী মো. নাসির উদ্দিন এবং প্রভাষক অনুপ কুমার সাহা।
বাংলাদেশ সময়: ১৮৩৬ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০১২