ইবি (কুষ্টিয়া): ইয়াবাসহ আটক ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) অফিসের কম্পিউটার অপারেটর বকুল জোয়ার্দারকে সাময়িক বরখাস্ত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
শনিবার (২৯ মে) বিকেলে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মু. আতাউর রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।
আদেশ থেকে জানা যায়, ইবির বিএনসিসি অফিস প্রধানের পাঠানো তথ্যের ভিত্তিতে ওই অফিসের কম্পিউটার অপারেটর বকুল জোয়ার্দারকে তার পদ থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তবে বরখাস্তকালীন জীবনধারণ ভাতা পাবেন তিনি।
জানা গেছে, মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে গত ২৪ মে শেখপাড়া এলাকায় অভিযান চালায় ঝিনাইদহ-৬ র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। পরে শেখপাড়া বাজার থেকে ইবি কর্মচারী বকুল জোয়ার্দার ও একই এলাকার ইয়াকুব আলীর ছেলে সাহেব আলীকে ৮৯ পিস ইয়াবাসহ আটক করে র্যাব। পরে তাদের শৈলকুপা থানায় সোপর্দ করে র্যাব।
এর আগে ২০১৭ সালের ২০ মে ২০০ পিস ইয়াবাসহ নিজ বাসা থেকে গ্রেফতার হয়েছিলেন বকুল। পরে একই বছর ৩০ মে তাকে সাময়িক বহিষ্কার করেছিল বিশ্ববিদ্যালয় প্রশাসন।
বাংলাদেশ সময়: ১৯২০ ঘণ্টা, মে ২৯, ২০২১
এসআরএস