ঢাকা, বুধবার, ২৮ কার্তিক ১৪৩১, ১৩ নভেম্বর ২০২৪, ১১ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

জুনেই শিক্ষাপ্রতিষ্ঠান খোলার দাবি ৭ কলেজ শিক্ষার্থীদের

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৫ ঘণ্টা, মে ৩০, ২০২১
জুনেই শিক্ষাপ্রতিষ্ঠান খোলার দাবি ৭ কলেজ শিক্ষার্থীদের

ঢাকা বিশ্ববিদ্যালয়: স্বাস্থ্যবিধি মেনে পহেলা জুনের মধ্যে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার দাবিতে মানববন্ধন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সাত কলেজের  শিক্ষার্থীরা।

রোববার  (৩০ মে) রাজধানীর নীলক্ষেত মোড়ে শিক্ষার্থীরা এই মানববন্ধন করেন।

 

এতে ঢাকা কলেজের শিক্ষার্থী সাইফুল ইসলাম বলেন, শিক্ষা মন্ত্রণালয় শিক্ষাপ্রতিষ্ঠান খোলার বিষয়ে বারবার আশ্বাস দিয়েও শিক্ষাপ্রতিষ্ঠান খোলার বিষয়ে কোনো প্রস্তুতি নিচ্ছেন না। আমরা কোনো আশ্বাসের বাণী শুনতে চাই না। শিক্ষামন্ত্রী এমনভাবে কথা বলেন যেন শিক্ষামন্ত্রালয় করোনার আশ্রয়স্থল। ধিক্কার জানাই এমন সিদ্ধান্তের।

তিনি বলেন, আগামী একদিনের মধ্যে শিক্ষাপ্রতিষ্ঠান খুলতে হবে। যদি শিক্ষাপ্রতিষ্ঠান খুলে না দেওয়া হয় তাহলে রাজপথ অচল করে শিক্ষাপ্রতিষ্ঠানে খুলতে বাধ্য করা হবে।

আর নয় অনলাইনে ক্লাস, হল ক্যাম্পাস খোলা চাইসহ বিভিন্ন প্ল্যাকার্ড প্রদর্শন করেন শিক্ষার্থীরা।

বাংলাদেশ সময়: ১৭৩২ ঘণ্টা, মে ৩০, ২০২১
এসকেবি/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।