ঢাকা, বুধবার, ২৮ কার্তিক ১৪৩১, ১৩ নভেম্বর ২০২৪, ১১ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

রাবি উপাচার্যকে অবরুদ্ধ করলেন নিয়োগপ্রাপ্তরা

রাবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৯ ঘণ্টা, মে ৩১, ২০২১
রাবি উপাচার্যকে অবরুদ্ধ করলেন নিয়োগপ্রাপ্তরা

রাবি: পদে যোগদানের দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) প্রশাসনিক ভবনে উপাচার্য ও উপ-উপাচার্যসহ প্রশাসনের শীর্ষ ব্যক্তিদের অবরুদ্ধ করে রেখেছে নিয়োগপ্রাপ্ত ১৪১ জন।  

সোমবার (৩১ মে) দুপুরে উপাচার্যের সম্মেলন কক্ষে তাদের অবরুদ্ধ করে রাখা হয়।

ক্যাম্পাস সূত্রে জানা যায়, গত ৫ মে বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক এম. আব্দুস সোবহান 'এডহক' এ ১৪১ জনকে নিয়োগ দেন। পরদিন ৬ মে নিয়োগপ্রাপ্তরা যোগদান করেন। পরে ৮ মে উপাচার্যের দৈনন্দিন রুটিন দায়িত্ব পাওয়া উপ-উপাচার্য অধ্যাপক ড. আনন্দ কুমার সাহা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক আব্দুস সালামের মাধ্যমে বিদায়ী উপাচার্যের দেওয়া এই নিয়োগ আদেশের ওপর স্ব স্ব কর্মে যোগদানে স্থগিতাদেশ দেন।

নিয়োগপ্রাপ্ত কর্মচারী সাদেকুল ইসলাম বাংলানিউজকে বলেন, স্থগিতাদেশ প্রত্যাহার করে নিয়োগপ্রাপ্তদের যোগদানের দাবিতে প্রশাসনিক কর্মকর্তাদের অবরুদ্ধ করা হয়েছে। যোগদানের বিষয়ে কোনো সিদ্ধান্ত না দেওয়া পর্যন্ত আমরা এখান থেকে যাবো না।

এর আগে, বিশ্ববিদ্যালয়ে যোগদানের ব্যবস্থা করতে প্রধানমন্ত্রী, শিক্ষামন্ত্রী ও শিক্ষা উপমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছিলেন তারা।

প্রসঙ্গত, ৬ মে উপাচার্য অধ্যাপক এম. আব্দুস সোবহান মেয়াদের শেষ কার্যদিবসে ১৪১ জনকে অস্থায়ী ভিত্তিতে নিয়োগ দিয়ে যান। এদিন সন্ধ্যায় এই নিয়োগকে অবৈধ ঘোষণা করে তদন্ত কমিটি গঠন করে শিক্ষা মন্ত্রণালয়। কমিটিকে ৭ কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়। ৮ মে তদন্ত থেকে কোনো সিদ্ধান্ত না আসা পর্যন্ত এই নিয়োগে যোগদান সংশ্লিষ্ট সকল প্রক্রিয়া স্থগিত ঘোষণা করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বাংলাদেশ সময়: ১৫২৭ ঘণ্টা, মে ৩১, ২০২১
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।