ইবি: আবাসিক হল, ক্যাম্পাস খুলে শিক্ষা কার্যক্রম চালুসহ চার দফা দাবিতে এবার গণস্বাক্ষর কর্মসূচি পালন করেছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীরা।
সোমবার (৩১ মে) দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে এ কর্মসূচি পালিত হয়।
গণস্বাক্ষর কর্মসূচি পালন শেষে ছাত্র সমাবেশ করেন তারা। ছাত্র সমাবেশে পরিসংখ্যান বিভাগের ২০১৬-১৭ সেশনের শিক্ষার্থী শাহাদাত হোসেন রাজিন বলেন, আমাদের কাছে করোনা যতটা বিপজ্জনক, তার চেয়ে বিপজ্জনক আমাদের নীতিনির্ধারণকারীদের হটকারী সিদ্ধান্ত। আমরা করোনায় মারা না গেলেও সেশন জট, ডিপ্রেশন ও পরিবারের বোঝা হয়ে মারা যাব। আমরা পরিবার ও দেশের জন্য কিছু করতে চাই, নিজেদের স্বপ্ন পূরণ করতে চাই। স্বাস্থ্যবিধি মেনে আমাদের হল-ক্যাম্পাস খুলে শিক্ষা কার্যক্রম স্বাভাবিক করে দেন। আমাদের পরীক্ষার হলে ফিরতে দেন।
শিক্ষার্থীদের চার দফা দাবি হলো- স্বাস্থ্যবিধি নিশ্চিত করে আগামী ১ জুন থেকে সব শিক্ষা প্রতিষ্ঠান খোলা, স্থগিত ও আটকে থাকা পরীক্ষাগুলো নেওয়া, শিক্ষা প্রতিষ্ঠানের তত্ত্বাবধানে শিক্ষার্থীদের দ্রুত ভ্যাকসিন নিশ্চিত করা এবং করোনাকালে শিক্ষার যে ক্ষতি হয়েছে, তা পুষিয়ে নিতে জাতীয় বাজেটে বিশেষ বরাদ্দ নিশ্চিত করা।
এর আগে এ দাবিতে গত ২৪ মে মানববন্ধন ও ২৭ মে গলায় দড়ি দিয়ে প্রতীকী ফাঁস নিয়ে বিক্ষোভ করেন তারা। এছাড়া সেদিন বিক্ষোভ মিছিল, ভিসি বাসভবনের সামনে অবস্থান কর্মসূচি ও সমাবেশ করা হয়। পরে ২৯ মে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আলমগীর হোসেন ভুঁইয়ার কাছে শিক্ষামন্ত্রী বরাবর স্বারকলিপি জমা দেন শিক্ষার্থীরা।
বাংলাদেশ সময়: ২১৩৪ ঘণ্টা, মে ৩১, ২০২১
এসআই