ঢাকা: বৈরী আবহাওয়ার কারণে রাজধানীর সাত কলেজের রাজপথ অবস্থান কর্মসূচির তারিখ পরিবর্তন করা হয়েছে।
অবিলম্বে সাত কলেজসহ সারাদেশের স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় খোলা না হলে আগামী ৩ জুন বেলা ১১টায় নীলক্ষেত মোড়ে অবস্থান কর্মসূচি পালন করা হবে বলে জানিয়েছেন শিক্ষার্থীরা।
মঙ্গলবার (১ জুন) নীলক্ষেত অবরোধ কর্মসূচি থাকলেও সকাল থেকে বৈরী আবহাওয়ার কারণে শিক্ষার্থীরা আন্দোলনস্থলে পৌঁছাতে পারেনি।
শিক্ষার্থীরা জানান, গত বছরের মার্চে কলেজ ক্যাম্পাসগুলো বন্ধ করে দেওয়ার ১৪ মাস অতিক্রান্ত হলেও শিক্ষা কার্যক্রম নিয়ে শিক্ষা মন্ত্রণালয় থেকে কোনো রোডম্যাপ ঘোষণা করা হয়নি। বরং কোনো পরিকল্পনা ছাড়া একের পর এক তারিখ ঘোষণা করে শিক্ষা মন্ত্রণালয় থেকে প্রহসন করা হয়েছে।
অনলাইন ক্লাস চালু রাখা হয়েছে যেখানে ডিভাইস সংকট ও নেটওয়ার্কের সমস্যার কারণে প্রায় অধিকাংশ শিক্ষার্থী অংশগ্রহণ করতে পারেনি। এমতাবস্থায় ক্যাম্পাসগুলো বন্ধ রেখে অনলাইনে কার্যক্রম চালানোর ঘোষণা ছাত্ররা মানে না। আর যেখানে অফিস-আদালত, মার্কেট, গার্মেন্টস সব খোলা সেখানে করোনার অজুহাতে স্কুল-কলেজ বন্ধ রাখা অযৌক্তিক। তাই আমরা দাবি জানাই অবিলম্বে স্বাস্থ্যবিধি মেনে স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় খুলে দেওয়ার রোডম্যাপ ঘোষণা করা হোক।
বাংলাদেশ সময়: ১৬১৫ ঘণ্টা, জুন ০১, ২০২১
এমআইএইচ/এএ