ঢাকা, শুক্রবার, ৩০ কার্তিক ১৪৩১, ১৫ নভেম্বর ২০২৪, ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

বিদ্যালয় অপরিচ্ছন্ন থাকায় প্রধান শিক্ষককে শোকজ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৪ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০২১
বিদ্যালয় অপরিচ্ছন্ন থাকায় প্রধান শিক্ষককে শোকজ

ময়মনসিংহ: অপরিচ্ছন্ন ও অব্যবস্থাপনার অভিযোগে ময়মনসিংহের ভালুকা উপজেলার হবিরবাড়ি ইউনিয়নের সোনার বাংলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল ইসলাম মানিককে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।  

জেলা শিক্ষা কর্মকর্তার পরিদর্শনকালে বিদ্যালয় অপরিচ্ছন্ন ও অব্যবস্থাপনার অভিযোগে তাকে এ নোটিশ দেওয়া হয়।

 

ভালুকা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নজরুল ইসলাম কারণ দর্শানোর বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।  

এ সময় তিনি জানান, করোনার কারণে দীর্ঘদিন প্রতিষ্ঠান বন্ধ থাকার পর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান খোলা হয়। গত ১২ সেপ্টেম্বর জেলা শিক্ষা কর্মকর্তা রফিকুল ইসলাম সোনার বাংলা উচ্চ বিদ্যালয় পরিদর্শনে যান। সে সময় তিনি বিদ্যালয়ের চারতলা ভবনের সিঁড়ির নিচে হাঁটু পানি দেখতে পান। তাছাড়া বিদ্যালয়ের শ্রেণিকক্ষসহ বিভিন্ন স্থানে অপরিচ্ছন্ন ও নোংরা পরিবেশ দেখে ক্ষুব্ধ হন। বিষয়টির ব্যাপারে প্রধান শিক্ষক নুরুল ইসলাম মানিককে যথাযথ ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়। পরে ১৪ সেপ্টেম্বর জেলা শিক্ষা কর্মকর্তা নিজে পরিদর্শনে গিয়ে একই অবস্থা দেখতে পান। দায়িত্বে অবহেলার কারণে তাকে বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়।

এদিকে বিদ্যালয় অপরিচ্ছন্নতার বিষয়টি অস্বীকার করে শিক্ষক নুরুল ইসলাম মানিক বাংলানিউজকে বলেন, জেলা শিক্ষা কর্মকর্তা পরিদর্শনকালে সব শিক্ষার্থী উপস্থিত থাকার কারণে ব্যাখ্যা চেয়ে সাত কর্মদিবসের মধ্যে জবাব চেয়ে আমাকে চিঠি দিয়েছেন।

বাংলাদেশ সময়: ২১৪০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০২১
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।