ঢাকা বিশ্ববিদ্যালয়, (ঢাবি): ডিজিটাল জালিয়াতি ও অবৈধ পন্থায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ভর্তি হওয়ায় সাময়িকভাবে বহিষ্কৃত ২ শিক্ষার্থীকে বিশ্ববিদ্যালয় থেকে স্থায়ীভাবে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সোমবার (২৭ সেপ্টেম্বর) শৃঙ্খলা পরিষদের এক সভায় বহিষ্কারের এই সিদ্ধান্ত গৃহীত হয়।
ঢাবির উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান সভায় সভাপতিত্ব করেন।
স্থায়ীভাবে বহিষ্কৃতরা হলেন- মো. রাকিব হাসান, অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস্ বিভাগ, শিক্ষাবর্ষ ২০১৭-২০১৮ এবং ইশরাক হোসেন রাফি, ভূতত্ত্ব বিভাগ, শিক্ষাবর্ষ ২০১৭-২০১৮। বিষয়টি পরবর্তী সিন্ডিকেট সভায় উপস্থাপন করা হবে।
বাংলাদেশ সময়: ১৪০৭ ঘণ্টা, সেপ্টেম্বর ২৭, ২০২১
এসকেবি/এএটি